মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
কক্সবাজার থেকে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলম বাবুল ওরফে বাবুল মিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
গেলরাতে সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্বর ঝাউবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, রাতে দুই মাদক কারবারীদলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ শহরের কবিতা চত্বর এলাকায় গেলে মাদক কারবারীরা পালিয়ে যায়। এসময় পুলিশ ওই জায়গায় তল্লাশী চালিয়ে বাবুল মিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এ সময় একটি দেশী তৈরী অস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ ও ২শ’ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। নিহতের বিরুদ্ধে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন থানায় অস্ত্র ও ইয়াবা কারবারের ৯টি মামলা রয়েছে।























