মাদকের সঙ্গে জড়িতরা যে দলেরই হোক, আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৬:৪১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
অপরাধীদের কোনও দলীয় পরিচয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মাদকের সঙ্গে জড়িতরা যে দলেরই হোক, সবাইকে আইনের আওতায় আনা হবে। সকালে কক্সবাজারের রামু বিজিবি রিজিয়ন মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কানিজ ফাতেমা মোস্তাক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করা নতুন রোহিঙ্গাদের ভারতে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।
এদিকে, জনগণের টাকায় নির্মিত পদ্মাসেতু দেখে হিংসায় জ্বলছে বিএনপি– এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিএনপি নানা অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে সে সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর ও চানপুর আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় আইনমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশের জনগণের টাকায় স্বপ্নের পদ্মাসেতু দাঁড়িয়ে যাওয়ায় বিএনপি সহ্য করতে পারছে না। আশ্রয়ণ প্রকল্প নিয়ে আইনমন্ত্রী বলেন, দেশের কোথাও দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ আরো অনেকেই। দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।