মাঠ ও মাঠের বাইরের মজার স্মৃতিচারণে পাঁচ ক্রিকেটার

- আপডেট সময় : ০৯:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
তামিম ইকবালের এবারের অনলাইন লাইভ আড্ডায় তিন সতীর্থ সৌম্য সরকার, লিটন দাস ও মুমিনুল হক। আর অল্প সময়ের সঙ্গী হন স্পিনার তাইজুল ইসলাম। মাঠ ও মাঠের বাইরের মজার স্মৃতিচারণে এই পাঁচ ক্রিকেটার। আলোচনায় উঠে আসে সৌম্য ও লিটনের ক্যারিয়ারের উত্থান-পতনের গল্প। রঙ্গীন পোশাকে খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপ থাকলেও নিজেকে মানিয়ে নিয়েছেন মুমিনুল। স্মৃতিচারণে উঠে আসে নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চ হামলার ঘটনাও।
খারাপ সময়টাকে একটু আনন্দময় করে তুলতে তামিম ইকবালের ধারাবাহিক লাইভ ভার্চুয়াল আড্ডা। এবারের সঙ্গী সৌম্য সরকার, লিটন দাস ও মুমিনুল হক।
আলোচনায় উঠে আসে অজানা অনেক গল্প। ক্যারিয়ারের শুরুটা উজ্জ্বল হলেও মুদ্রোর উল্টো পিঠও দেখেছেন সৌম্য। লিটনের ক্ষেত্রে অবশ্য চিত্রটা বিপরীত। সময়ের সাথে নিজেকে পরিপক্ক করেন লিটন। আড্ডার আরেক সারথী মুমিনুল জানান টেস্ট ক্রিকেটে নিজেকে মানিয়ে নেয়ার গল্প।
কিছু সময়ের জন্য আড্ডার সঙ্গী স্পিনার তাইজুল ইসলাম।
তামিমের পরবর্তী আড্ডায়ে সঙ্গী হবেন প্রতিবেশী দেশ ভারতের অধিনায়ক বিরাট কোহলি।