মাছ চাষীদের অনেকে শেষ সম্বল হারিয়ে এখন নিঃস্ব
- আপডেট সময় : ০১:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সিলেটে পরপর তিনবারের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে মাছ চাষীদের, অনেকে শেষ সম্বল হারিয়ে এখন নিঃস্ব। জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬৭২টি পুকুর। ভেসে গেছে প্রায় সাড়ে ৫ কোটি টাকার পোণা ও মাছ।
এক সময় সিলেটের নদী নালা এবং খাল বিলে প্রচুর দেশীয় প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। ফলে বানিজ্যিক ভাবে অনেকেই মাছ চাষ করছেন জেলার বিভিন্ন উপজেলায়। জেলার প্রায় ৫৪ হাজার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন ৭২১৮ জন মৎস্যচাষী।
কিন্তু গত এক, দেড় মাসের ভেতরে তিনবার আকস্মিক বন্যার ফলে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর গোয়াইনঘাট এবং সদর উপজেলার অন্তত ৬৭২ টি পুকুরের। করোনার কারনে প্রাপ্ত বয়স্ক মাছ অনেকেই বিক্রি করতে পারেননি। উপরন্তু এ প্লাবনে ভেসে গিয়েছে মাছ। এমন পরিস্থিতিতে সরকারি প্রনোদনা না পেলে ঘুরে দাঁড়ানো অসম্ভব এই মাছ চাষীদের।
জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের জন্য সরকার প্রনোদনার ব্যবস্থা করেছে।
৪ % সুদে ব্যাংক ঋন নিতে পারবেন খামারী মালিকরা। তবে সরকারি ভাবে রেণু উৎপাদন করে মাছ চাষীদের বিতরণ করলে আর্থিক ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন মৎস্যচাষীরা, মন্তব্য বিশেষজ্ঞদের






















