মাগুরা সদরের বরুণাতৈল থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
মাগুরা সদরের বরুণাতৈল থেকে মনিরুল ইসলাম লাভলু ও দাউদ মোল্লার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গেলো রাত ১টার দিকে সদরের বরুনাতৈল এলাকায় মাঠের মধ্যে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ সেখানে গিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার লাভলু ও তার সহযোগী দাউদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তাদের সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সেখান থেকে ৪ রাউন্ড গুলির খোসাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।






















