মাগুরায় দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু’র ম্যুরাল উদ্বোধন

- আপডেট সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু’র ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম এ ম্যুরালের উদ্বোধন করেন। রুপক আইচের প্রতিবেদন।
মোহম্মদপুর উপজেলা পরিষদের পরিত্যক্ত জায়গাকে পরিস্কার করে দেড় একর জায়গার উপর, ১৩ লাখ টাকার বেশি খরচ করে গড়ে তোলা হয়েছে এ মুরেল। বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসার বহি:প্রকাশ স্থানীয়দের কাছে।
মোট ২৯ ফুট উচ্চতার মুরালটিতে ১৫ ফুট/ ১৩ ফুট বঙ্গবন্ধুর সিরামিক টাইলের ছবি সবার দৃস্টি কেড়েছে। ভাস্কর চন্দ্র শেখর দাস ও মিহির কান্তির যৌথ প্রচেষ্টায় মুরযালটিতে রয়েছে শিল্পের ছোয়া।
পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে অত্যন্ত দৃষ্টি নন্দন পানির ফোয়ারা, ফুলের বাগান ও শিশুদের খেলার জায়গা সকলের দৃষ্টি কেড়েছে। এ পানির ফোয়ারাটি রাতে ছড়ায় রঙ্গীন আলোর ফুলঝুরি।