মাগুরায় চারজন নিহতের ঘটনায় পরিস্থিতি থমথমে

- আপডেট সময় : ০৫:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মাগুরার জগদল গ্রামে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বর পদে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গ্রাম্য মাতব্বরসহ চারজন নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ পর্যন্ত ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুনরায় হামলা ও লুটপাটের ভয়ে অনেকেই বাড়ি ঘর ছেড়ে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছেন।
সহিংসতায় এলাকার এক গ্রাম্য মাতব্বরসহ ৪জন নিহত হওয়ার পর মামলা ও হামলার ভয়ে এলাকা পুরুষশূণ্য হয়ে পড়েছে। লুটপাটের ভয়ে অনেকেই মালামাল নিয়ে এলাকা ছাড়ছেন। নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। মারা যান সৈয়দ আলী সমর্থক সবুর মোল্যা, কবির মোল্যা, রহমান মোল্যা এবং নজরুল সমর্থক ইমরান হোসেন। এতে অন্তত ২০ জন গুরুতর আহত হন।নিহতদের মরদেহ বুঝে পেতে মাগুরা সদর হাসপাতাল মর্গে অপেক্ষায় স্বজনরা। হৃদয়বিদারক এ ঘটনায় পিতাকে হারিয়ে নিহত সবুর মোল্যার ছেলে সেনা সদস্য সাব্বির হোসেনসহ অন্যদের দিশেহারা অবস্থা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি জানানো হয়।
মাগুরায় সংঘর্ষের ঘটনায় এখনও কোন মামলা হয়নি। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।আগামী ২৮ নভেম্বর জগদলসহ জেলার ১৫টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক দলগুলি সক্রিয় হয়ে উঠেছে। ফলে বাড়ছে নির্বাচন পূর্ববর্তী সংঘর্ষ।
মাগুরার দুটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বর নজরুল ও মেম্বর প্রার্থী সৈয়দ আলীর সমর্থকদের মধ্যে শুক্রবার বিকেলে রক্তক্ষয়ী সংঘর্ষে আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরে পাঠানো হয়েছে।