মাগুরার দারিয়াপুর গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
মাগুরার দারিয়াপুর গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জনবসতির মাত্র ২শ’ গজের মধ্যে দারিয়াপুর গ্রামের নবগঙ্গা নদীর পাড়ের একটি বাগানে সকালে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে যান। এ সময় আগুনে পোড়া বাঁশের কঞ্চি ও পাতার স্তুপে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে বাগান মালিকসহ শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার সংগে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসি।
















