মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে ক্ষতিগ্রস্থরা আজও পায়নি ক্ষতিপূরণ
- আপডেট সময় : ০৭:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণের ২৩ বছর পুর্তি আজ। বিস্ফোরণের প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্থরা আজও পায়নি ক্ষতিপূরণ। পরিবেশবিদ, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা বলছেন, মার্কিন গ্যাস কোম্পানী- অক্সিডেন্টালের কাছ থেকে বিস্ফোরণের ঘটনায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ আদায়ে সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসকূপের মত আন্তর্জাতিক আদালতে যাওয়া দরকার।
মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ বছর পূর্তি আজ। ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে কূপে খনন চলাকালে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ অগ্নিকান্ডে পুঁড়ে যায় আশপাশ এলাকার বসত-বাড়ি, গাছ-পালা এবং ক্ষতিগ্রস্থ হয় রেল লাইন ও সড়ক পথ। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তদন্ত কমিটি এক মাসের মধ্যে ৫০০ পৃষ্ঠার রিপোর্ট জমা দেয়।
এই অগ্নিকান্ডে প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ আজও পাওয়া যায়নি। অক্সিডেন্টাল পরবর্তীতে আরেক মার্কিন কোম্পানি ইউনোকলের কাছে দায়িত্ব দিয়ে বাংলাদেশ ছাড়ে। এরপর, ইউনোকল আবার হাত বদল করে শেভরনের কাছে। কিন্তু ক্ষতিপূরণ দেয়নি কেউই।
দ্রুত ক্ষতিপূরন দেয়ার দাবি জানান, সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজার জেলা শাখার এই সদস্য।
এর আগে, আন্তর্জাতিক আদালতে মামলা করে নিজেদের পক্ষে রায় পেয়েছে সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসকূপ। মাগুরছড়ার ক্ষেত্রেও সেরকম উদ্যোগ নেয়া দরকার বলে মনে করেন এই পরিবেশবিদ।
অগ্নিকান্ডে খাসিয়াদের সাতটি বসত-বাড়িসহ গ্রামের সব কিছু পুঁড়ে ছাই হয়ে যায়। ক্ষতিপূরণ পাওয়ার অপেক্ষায় তাদের কেটে গেলো প্রায় দুইযুগ।
মূল কূপের হাজার কোটি টাকার গ্যাস পুঁড়ে গেছে। আজও ক্ষতিপূরণ পাওয়া যায়নি বলে ক্ষোভ জানান, এই জনপ্রতিনিধি।
বন ও পরিবেশের দু’হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে অক্সিডেন্টালের বিরুদ্ধে মামলা করলেও, কোনো সুরাহা হয়নি বলে জানান, এই কর্মকর্তা।
আ.ন.ম আব্দুল ওয়াদুদ, বিভাগীয় বন কর্মকর্তা, বন্য প্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার।
মাগুরছড়া গ্যসকুপ বিস্ফোরণে ক্ষতিগ্রস্থরা দ্রুত ক্ষতিপূরণ আদায়ে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।



















