মাওলানা মামুনুল হকের ৭দিনের রিমান্ড মঞ্জুর
- আপডেট সময় : ০১:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আলোচিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৭দিনের রিমান্ডই মঞ্জুর করেন।
সকালে ডিবি কার্যালয় থেকে মুখ্য মহানগর আদালতে তাকে হাজির করা হয়। রোববার দুপুরে ২০২০ সালে মোহাম্মদপুরে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে। এক বছর আগের নাশকতার মামলায় সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। একই সাথে বলা হয়, ২০১৩ সালে শাপলা চত্তর থেকে শুরু করে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে নাশকতা করছে হেফাজতের নেতাকর্মীরা। মামুনুলসহ গত এক সপ্তাহে হেফাজতের ৯ জন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হলেন। সংগঠনটির আরও ৩৫ জন নজরদারিতে আছেন, যাঁদের মধ্যে কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতা আছেন অন্তত ২৫ জন।
























