মাউন্ড মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
মাউন্ড মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৩২৮ রানের জবাবে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। দিন শেষে ১৫৩ রানে পিছিয়ে বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। ২২ করে সাদমান ফিরলে ভাঙ্গে এই জুটি। নাজমুল শান্তকে নিয়ে দ্বিতীয় উইকেটেও ১০৪ রানে জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান জয়। শান্ত ৬৪ করে ফিরলেও ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে জয় অপরাজিত আছেন ৭০ রানে। ৮ রানে সঙ্গী অধিনায়ক মমিনুল হক। এর আগে, মিরাজ, শরিফুলের বোলিং তোপে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করে কিউইরা। ৭০ রান যোগ করতেই বাকি পাঁচ উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। মিরাজ ও শরিফুল দুজনই নেন তিনটি করে উইকেট।