মাউন্ট মঙ্গানুই টেস্টে জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ

- আপডেট সময় : ০২:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মাউন্ট মঙ্গানুই টেস্টে জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে জয়ের হাতছানি বাংলাদেশের। এবাদতের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে চাপে নিউজিল্যান্ড। কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। দিন শেষে ১৭ রানের লিড স্বাগতিকদের। চার উইকেটে নিয়ে আলো ছাড়িয়েছেন এবাদত হোসেন। এর আগে, প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড।
১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। দ্রুতই সাজঘরে ফেরেন টম লাথাম ও ডেভন কনওয়ে। তাসকিনের পর ব্রেক থ্রু আনেন এবাদত। তৃতীয় উইকেটে টস টেইলর ও উইল ইয়ংয়ের ব্যাটে বিপর্যয় কাটায় নিউজিল্যান্ড। তবে ভয়ঙ্কর হতে দেননি এবাদত। ৬৯ করা ইয়ংয়ের পর নিকোলস ও ব্লান্ডেলকে ফিরান বাংলাদেশ পেসার। এর আগে, ৬ উইকেটে ৪০১ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে আরও ৪৪ রান যোগ হলে সাজঘরে ফেরেন মিরাজ। ব্যক্তিগত ৪৭ রানে আউট হন তিনি। এরপর ইয়াসির রাব্বিও ফিরেছেন দ্রুত। ২৬ করে ফিরেন তিনি। আর প্রতিরোধ গড়তে পারেননি কেউই। বাংলাদেশ অলআউট হয় ৪৫৮ রানে। ৪ উইকেটে নেন ট্রেন্ট বোল্ট। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়েছিলো ৩২৮ রানে।