মাউন্ট মঙ্গানুই টেস্টে চতুর্থ দিন শেষে জয়ের হাতছানি বাংলাদেশের

- আপডেট সময় : ১০:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মাউন্ট মঙ্গানুই টেস্টে জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে জয়ের হাতছানি বাংলাদেশের। এবাদতের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে চাপে নিউজিল্যান্ড। কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। দিন শেষে ১৭ রানের লিড স্বাগতিকদের। চার উইকেটে নিয়ে আলো ছাড়িয়েছেন এবাদত হোসেন। এর আগে, প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড।
মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন… শুধুই যেন এবাদতের। তাঁর তাণ্ডবে, শেষ দিনে অলৌকিকতার আভাস। ১৩৬’শের ঘরে তিন ব্যাটারকে ফিরিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের ওপর তাণ্ডব চালান এবাদত হোসেন। ক্যারিয়ারের প্রথমবার চার উইকেট নিয়ে সাদা পোশাকে কিউইদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখান এবাদত।
১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের প্রথম লাগাম টেনেছিলেন তাসকিন আহমেদ। ১৪ রানে টম লাথামকে ফিরিয়ে।
শুরুর সাফল্যে অবদান ছিলো এবাদতেরও। ইনফর্ম ডেভন কনওয়েকে ফিরিয়ে সাফল্যের মিছিলে যোগ দেন এবাদত।
মাঝে ইয়ংয়ের ৬৯ রান আর শেষ বিকেলে বাংলাদেশ বোলারদের ভুগিয়েছেন রস টেইলর। ৩৭ রানে অপরাজিত থেকে দলের আর বিপদ হতে দেননি এই অভিজ্ঞ। ৬ রানে সঙ্গী রাচিন রভিন্দ্র। ৫ উইকেটে ১৪৭ রানে দিন পার নিউজিল্যান্ডে, দিন শেষে ১৭ রানের লিড।
এর আগে, ৬ উইকেটে ৪০১ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে আরও ৪৪ রান যোগ হলে সাজঘরে ফেরেন মিরাজ। ব্যক্তিগত ৪৭ রানে। এরপর ইয়াসির রাব্বিও ফিরেছেন দ্রুত। ২৬ করে জেমিসনে কাটা পড়েন ইয়াসির।
আর প্রতিরোধ গড়তে পারেন নি কেউই। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৪৫৮ রানে। ৪ উইকেটে নেন ট্রেন্ট বোল্ট।
পঞ্চম ও শেষ দিনে দ্রুত কিউইদের পাঁচ উইকেট তুলে নিতে পারলে মঙ্গানুই টেস্টে জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।
নতুনভাবে নতুন কিছু করে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান পেসার এবাদত হোসেন। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে ফোকাস করেত চান তিনি। চতুর্থ দিনের খেলা শেষে এবাদত জানিয়েছেন শেষ দিনে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।