মহেশপুর উপজেলার পুরন্দপুরে বুলবুলি খাতুনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৭১৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুরে বুলবুলি খাতুনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। নিজের দাবি করে, এক সংখ্যালঘুর জমি দখলে নিয়েছেন তিনি। ওই নারী দ্বারা হামলা-মামলার শিকার হয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে গ্রামবাসী।
দিলীপ হালদারের ২৫ বছর ধরে বসবাস করছেন মহেশপুর উপজেলার পুরন্দপুরে। সম্প্রতি তার জমিতে নিজের ভাগ আছে বলে দাবি করেন একই গ্রামের জেনিয়া সোহানী খাঁন বুলবুলি। জমি দখলে নিতে সংখ্যালঘু ওই পরিবারের বাড়িতে কাঁটাতারের বেড়া দিয়েছেন তিনি। এখন পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন দিলীপ। প্রতিবাদ জানালেই চলে মারধর। সাথে মামলা। ওই গ্রামে বুলবুলির রোষানলের শিকার হয়েছে কমপক্ষে আটটি পরিবার।