মহামারি করোনার মৃত্যুর মিছিলে ভিআইপিরাও বাদ যাচ্ছে না

- আপডেট সময় : ০৮:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
মহামারি করোনায় ধীরে ধীরে বাড়ছে মৃত্যুর মিছিল। মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, রাজনীতিবিদ, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী, পুলিশসহ কোন পেশার লোকজন, এমনকি বিত্তশালী ভিআইপিরাও বাদ যাচ্ছে না করোনার ছোবল থেকে। প্রাণঘাতী করোনার ভয়াল থাবায় দিন দিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ায় বাড়ছে আতঙ্ক।
করোনাভাইরাস কাউকে ছাড়ছে না। প্রাণঘাতী এ ভাইরাসটির প্রকোপে উন্নত বিশ্ব হিমশিম খাচ্ছে।বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোরোগী শনাক্ত হওয়ার পর থেকে দেশে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। এই মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে, মন্ত্রী, সংসদ সদস্য, ডাক্তার, সাংবাদিক, পুলিশ, আইনজীবী, ব্যবসায়ীসহ অনেকে।
করোনার ভয়াল থাবায় এরিই মধ্যে প্রাণ হারিয়েছেন, দেশ বরেন্য বুদ্ধিজীবী জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা কামাল লোহনী, বর্ষীয়াণ রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার, সিলেট সিটি করপোরেশনে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুলসহ সহ অনেকে।
এছাড়া ব্যবসায়ীদের মধ্যে প্রাণ হারিয়েছেন, এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম,এসডিপির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অব. আফতাব উদ্দীন আহমদ, সুন্দরবন গ্রুপের চেয়ারম্যান ও শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইমামুল কবীর শান্ত ও এ্যাপেক্স গ্রুপের মঞ্জুর এলাহীর স্ত্রী সানবিম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর।
মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন অনেক ভিআইপি। এ তালিকায় রয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপুমুন্সী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের মোছলেম উদ্দিন আহমদ, যশোরের অভয়নগর-বাঘারপাড়া আসনের রণজিৎ কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়ার এবাদুল করিম বুলবুল, জামালপুরের ফরিদুল হক খান, চট্টগ্রামের মোস্তাফিজুর রহমান চৌধুরী, নড়াইলের ২ আসনের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এবং গণফোরাম নেতা মোকাব্বির খানসহ সাবেক ও বর্তমান বেশ কয়েকজন সংসদ সদস্য। এছাড়া সংসদ সচিবালয়ের প্রায় ১শ’ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সস্ত্রীক হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
এছাড়া ব্যবসায়ীদের মধ্যে যারা আক্রান্ত হয়েছেন, হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি।
প্রবীন ও অভিজ্ঞ এই বিশিষ্টজনদের শুন্যতা কখনোই পুরণ হবার নয় বলে মনে করেন ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
বিদ্যমান বাস্তবতায় সবাইকে বেশি করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ডা. এ বি এম আব্দুল্লাহ ।