মহামারির প্রথম বছরে আফ্রিকা মহাদেশে এক লাখ ৯০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সংক্রমণ রোধে ব্যর্থ হলে করোনা ভাইরাসের মহামারির প্রথম বছরে আফ্রিকা মহাদেশে এক লাখ ৯০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
কঙ্গোর আঞ্চলিক কার্যালয়ের এক জরিপ উল্লেখ করে বৃহস্পতিবার এই সতর্কতার কথা জানায় সংস্থাটি। ওই জরিপে মহাদেশটির দু’কোটি ৯০ লাখ থেকে চার কোটি ৪০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। আন্তজার্তিক গণমাধ্যম এই খবর জানিয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মহামারিতে বিশ্ব জুড়ে দুই লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে।

























