মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীতে হেফাজতের বিক্ষোভ

- আপডেট সময় : ০৭:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং রাষ্ট্রদূতকে বহিষ্কারসহ দূতাবাস বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম। দুপুরে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল থেকে এ ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে নবী এবং কোরআন অবমাননাকারীদের শাস্তি মৃত্যুদন্ড করার দাবিও জানান তিনি।
পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে সোমবার বেলা ১১টার আগে থেকেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে জড়ো হয় হেফাজতে ইসলামের কর্মীরা।সারাদেশ থেকে আসা হাজার হাজার হেফাজতকর্মীর হাতে ছিলো মহানবী হযরত মুহাম্মদ(সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে লেখা সম্বলিত ব্যানার ও ফেস্টুন। এ সময় রাজধানীর বিভিন্ন সড়ক মোড়ে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
পরে সমাবেশে যোগ দিয়ে মহানবী হযরত মুহাম্মদ(সা.)-কে অবমাননার প্রতিবাদে সরকারে কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর পল্টন মোড় থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল শুরু হয়। এর নেতৃত্ব দেন হেফাজতের শীর্ষনেতারা।
মিছিলটি কাকরাইলের নাইটেংগেল মোড় হয়ে শান্তিনগরে আসলে ব্যারিকেড দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে ব্যারিকেড ভেঙ্গে সামনে যাওয়ারও চেষ্টা করে হেফাজত কর্মীরা।
পুলিশের বাঁধার মূখে শান্তিনগর মোড়ে ঘেরাও কর্মসুচীর সমাপ্তি ঘোষনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এ সময় দাবী মানা না হলে কঠোর কর্মসুচীর হুশিয়ারি দেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
পরে বিশ্ব মুসলিমের পাশাপাশি দেশের শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন হেফাজতে ইসলামের শীর্ষনেতা মওলানা নূর হোসেন কাশেমী।