মসজিদে বিস্ফোরণের ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা সবুজবাগ জামে মসজিদের এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে এ দুর্ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মসজিদের মুয়াজ্জিনের ১১ জন পুরুষ ও এক শিশু রয়েছে। ঢাকা মেডিকেলে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি ২৬ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ডা. সামন্ত লাল। বেশিরভাগের শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে বলেও জানান তিনি। সকালে হাসপাতালে দগ্ধ রোগীদের পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন। এসময় শোক ও দু:খ প্রকাশ করে মৃতের পরিবারকে ২০ হাজার অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন। এছাড়া আহতদের পরিবারকে ১০ হাজার টাকা এবং চিকিৎসার সব খরচ দেয়ার আশ্বাস দেন।