মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের একক উদ্যোগ সফল হওয়া সম্ভব নয়

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের একক উদ্যোগ সফল হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই।
সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত শুষ্ক মৌসুমে কিউলেক্স মশার প্রজনন নিয়ন্ত্রণ এবং আসন্ন বর্ষা মৌসুমে এডিস মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণে নগরবাসীর করণীয় নিয়ে এক অ্যাডভোকেসি সভায় এ কথা বলেন তিনি। প্রধান নির্বাহী বলেন, ঢাকা উত্তরের মাত্র এক-তৃতীয়াংশ ভুমি সিটি কর্পোরেশন ব্যবহার করতে পারে। বাকী অংশ রাজউক, পানি উন্নয়ন বোর্ড এবং গণপূর্তের অধীনে। ফলে সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বয় ছাড়া কোন কাজই সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তারা মশা নিয়ন্ত্রণে নিজেদের পরিকল্পনা দেন।