মশার উপদ্রবে দিশেহারা ফরিদপুরবাসী

- আপডেট সময় : ০২:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কের মধ্যেই ডেঙ্গু মশার উপদ্রবে দিশেহারা ফরিদপুরবাসী। গেল বছর ডেঙ্গুতে ফরিদপুরে ১৬ জন মারা গেলেও এখনও মশা নিধনের কোন পদক্ষেপ নেয়নি পৌর কর্তৃপক্ষ। ফলে শহরের বিভিন্ন পুকুর ও জলাশয় মশার অভায়ারন্যে পরিনত হয়েছে। মশার উপদ্রপ থেকে বাচতে নিজ উদ্যোগে বাড়ির আঙ্গিনায় মশক নিধনে ব্যস্ত স্থানীয়রা।
শীত মৌসুম শেষ হতে না হতেই ফরিদপুরে মশার উপদ্রব বেড়েই চলেছে। শহরের বিভিন্ন ওয়ার্ডের পুকুর, ডোবা ও ড্রেন এখন মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে। শহরের প্রানকেন্দ্র ঝিলটুলী এলাকায় জুবলী ট্যাংক পুকুরে গোসলের ঘাটলা তৈরীর জন্য দীর্ঘদিন পানি আটকে রাখার ফলে, সেখানে মশার লাভা থেকে মশা জন্ম নিচ্ছে। আর শহরের ড্রেনেও মশা জন্ম নিচ্ছে।
গেল বছর ডেঙ্গুতে ফরিদপুরে ১৬ জন মারা গেলেও এবছর পৌরসভার উদ্দ্যোগে শহরের বিভিন্ন পুকুর, ডোবা ও ড্রেন পরিস্কার না করায়, ক্ষুব্ধ এলাকাবাসী।
পৌরসভা ব্যবস্থা না নেয়ায়, এলাকায় মশা নিধনের জন্য কাজ করছে স্থানীয়দের পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। এ কার্যক্রমের খুশি এলাকাবাসী।
মশার উপদ্রব বৃদ্ধির কথা স্বীকার করে পৌর মেয়র বলেন, শহরের বিভিন্ন এলাকায় নতুন করে ড্রেন তৈরীর কাজ চলছে । যার ফলে ড্রেনে পানি জমে মশা জন্ম নিচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে এ সমস্য সমাধান হবে বলে জানান তিনি।
ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষা করতে মশা নিধনে পৌর কতৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর।