মরহুম সাদেক হোসেন খোকার বাসভবনে হামলার অভিযোগে ইশরাকের জিডি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র এবং বিএনপি নেতা মরহুম সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসভবনে গতরাতে হামলার অভিযোগে জিডি করেছেন তার ছেলে- ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে এ সময় বাসায় কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
দুপুরে মতিঝিল থানায় এ হামলার অভিযোগে করা জিডি’র পর সাংবাদিকদের ইশরাক জানান, রাত আড়াইটা থেকে ৩টার দিকে ২০ থেকে ২৫ জন হেলমেট পরা দুর্বৃত্তের দল ইট-পাটকেল ছুঁড়ে এই হামলা চালায়। এখনো কাউকে শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি। তবে, মোবাইল ও সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। আগামীকাল এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর হবে। তবে,এই মহান বিজয় দিবসের রাতে এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।



















