ময়মনসিংহ শহরে ভেঙ্গে পড়েছে ট্রাফিক ব্যবস্থা
- আপডেট সময় : ০৪:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৫০৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ শহরে ভেঙ্গে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে অতিষ্ঠ নগরবাসী। কয়েক মিনিটের পথ পাড়ি দিতে হচ্ছে কয়েক ঘণ্টায়। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। গুরুত্বপূর্ণ সড়কে দেখা নেই ট্রাফিক পুলিশের। শহরের যানজটের মাত্রা তীব্র হলেও, সমাধানে নেই কোন উদ্যোগ। এদিকে, ট্রাফিক বিভাগ বলছে, লোকবল কম থাকার পরও যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
ময়মনসিংহ শহরের উপর দিয়ে চলাচল করে ঢাকা, জামালপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোণা, শেরপুরসহ বিভিন্ন জেলার দুরপাল্লার বাস। সেই সাথে আসা-যাওয়ায় রয়েছে প্রায় ৫০ জোড়া ট্রেন। যানবাহনের চাপ আর রেলক্রসিং থাকায় ভয়াবহ হয়ে উঠেছে যানজট।
অপরিকল্পিত সড়ক, ফুটপাত দখল, যত্রতত্র গাড়ির স্ট্যান্ড, অতিরিক্ত অটোরিকশাসহ নানা কারণে প্রতিনিয়ত লেগে থাকছে যানজট। জরুরি লেন না থাকায় যানজটে মুমূর্ষু রোগী নিয়ে পড়ে থাকে এ্যাম্বুলেন্স। গুরুত্বপূর্ণ মোড়ে দেখা মিলে না ট্রাফিক পুলিশের। যানজটের কারণে অসুস্থ হচ্ছে মানুষ, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা।
যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ও সড়কের উন্নয়ন এবং বাসস্ট্যান্ড শহরের বাইরে নেয়ার দাবি জানান এই নাগরিক নেতা।
এদিকে, ট্রাফিক বিভাগ বলছে, জনবল কম নিয়েও যানজট নিরসনে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কাজ করছে।
প্রতিদিনের যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতে কার্যকর পদক্ষেপ নিবে জেলা ও পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন ও সড়ক বিভাগ- এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।
















