ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত বিএনপির রোডমার্চ কর্মসূচির উদ্বোধন সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ১৮৪১ বার পড়া হয়েছে
সরকার পতনের একা দফা দাবিতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত বিএনপির রোডমার্চ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সকালে ময়মনসিংহের ত্রিশালের বগার বাজার এলাকায় রোডমার্চ উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। পরে সেখানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আযোজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইমলাম খান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিশাল গাড়ীবহর নিয়ে ১১৪ কিলোমিটার দীর্ঘ রোডমার্চটি কিশোরগঞ্জের উদ্দেশ্য রওয়ানা হয়।























