ময়মনসিংহে বিচারের প্রতীক্ষায় প্রহর গুনছে জুলাই শহীদদের পরিবার

- আপডেট সময় : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ১৫২২ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের গুলিতে শহীদ বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী ও জোবায়ের আহমেদের পরিবার এখনও তাদের খুজে ফিরে স্বজনরা। যদিও আর কোন দিন ফিরে আসবে না তা জেনেও অঝরে ফেলছেন চোখের পানি। তবে যাদের জীবনের বিনিময়ে এই নতুন বাংলাদেশ তাদের স্বজনদের মুখে কেন হতাশা। সরকারী সহায়তা যাই পাক, তবুও বিচারের প্রতীক্ষায় প্রহর গুনছে শহীদদের পরিবার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী ও জোবায়ের আহমেদ। এদের মধ্যে শহীদ বিপ্লব পড়াশোনার পাশাপাশি তেলের মিলে শ্রমিকের কাজ করে সংসারের হাল ধরেছিলেন। মাদ্রাসায় শিক্ষকতা করে সংসার চালাতেন নূরে আলম সিদ্দিকী। আর জোবায়ের ছিলেন দোকানী।
জুলাই আন্দোলনে শহীদ নূরে আলম সিদ্দিকী সাত মাস পর ফুটফুটে কন্যা সন্তানের বাবা হন। তার মেয়ে সাবরিনা বিনতে সিদ্দিকীর বয়স এখন ছয় মাস। নূরে আলম সিদ্দিকীর স্ত্রী সাদিয়া খাতুনের আক্ষেপ সন্তানকে ভালো কিছু না খাওয়াতে পারার।
জুলাই মাস সন্তান হারানোর মাস উল্লেখ করে চোখের পানি ফেলে শহীদ বিপ্লব হাসানের আত্মার শান্তি কামনায় সকলের দোয়া চান তার বাবা।
শহীদ পরিবারের পাশে সরকারকে আরও জোরালে ভাবে দাঁড়ানোর আহবান জানিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের মুখোমুখি করার দাবি জানান বৈষম্যবিরোধী আন্দোলনের এই নেতা।
বৈষম্যবিরোধী আন্দোলনে ময়মনসিংহ, গৌরীপুর এবং ফুলপুরে ছয় জনসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নেয়া ৪১জন শহীদ হন।