ময়মনসিংহে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহুর্তে প্রস্তুতি

- আপডেট সময় : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের বিভিন্ন পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহুর্তে প্রস্তুতি। সময় ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। প্রতিমা শুকানোর পর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ। তবে এবছর প্রতিমা তৈরীর উপকরণের দাম বেশি ও পারিশ্রমিক কম হওয়ায় হতাশ কারিগররা। এদিকে পুলিশ প্রশাসন বলছে, পুজা মন্ডপগুলোর নিরাপত্তায় মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ।
আকাশে সাদা মেঘ আর শুভ্র কাশবন জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের বার্তা। ২১ শে সেপ্টেম্বর মহালয়ার মাধ্যদিয়ে শুরু হবে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সময় ঘনিয়ে আসায় ময়মনসিংহের প্রতিটা মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
দিন রাত পরিশ্রম করে কারিগররা শেষ করছেন প্রতীমা তৈরীর কাজ। প্রতীমা শুকানোর পর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ। মন্দিরগুলোতে চলছে ডেকোরেশনের কাজ। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতীমা তৈরীতে মাটি, খড়, বাঁশসহ বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় লোকসানে মহাজনরা। আর কাঙ্খিত পারিশ্রমিক না পেয়ে হতাশ কারিগররা।
সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান পূজা উদযাপন পরিষদের এই নেতা।
এদিকে, পূজা মন্ডপগুলোতে সিসিক্যামেরা স্থাপন এবং কন্ট্রোল রুম খোলা হচ্ছে। এবারের পূজার নিরাপত্তায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানান পুলিশ সুপার।
এবছর ময়মনসিংহে ৭৮১টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।