ময়মনসিংহে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব
- আপডেট সময় : ০২:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ১৭৯৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের বিভিন্ন নদ-নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। এতে নদী ভাঙ্গন, পানি প্রবাহের গতিপথ পরিবর্তন, পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্টের পাশাপাশি হুমকিতে পড়েছে কয়েকটি ব্রিজ। চোখের সামনে সবকিছু হলেও প্রশাসন রয়েছে নীরব। নদ-নদী থেকে মেশিন বসিয়ে বালু তোলা বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। আর প্রশাসন বলছে, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে ব্যবস্থা।
নিয়মনীতির তোয়াক্কা না করে, এভাবেই ময়মনসিংহের বিভিন্ন নদ-নদীতে অবৈধ মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। আগে রাতের আঁধারে সেলো মেশিনের ড্রেজার দিয়ে বালু তুললেও এখন এ’কাজ চলছে প্রকাশ্যে দিনের আলোতে। নেই প্রশাসনের কোন নজরদারি।
বালু তোলায় বাড়ছে নদী ভাঙ্গন, পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ, নষ্ট হচ্ছে জলজ সম্পদ। হুমকিতে পড়ছে তীরের বসতবাড়ি ও ফসলি জমি। নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে অস্তিত্ব সংকটে পড়ছে এ অঞ্চলের নদ-নদী।
ক্ষতির মুখে পড়েছে নদ-নদীর উপরে থাকা ব্রিজগুলো। তাই বালু উত্তোলন বন্ধের দাবি জানান পরিবেশ আন্দোলনের এ’ নেতা।
এদিকে, বালু উত্তোলন বন্ধ ও আইনানুগ ব্যবস্থা নিতে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
অবৈধ বালু উত্তোলনে ভয়াবহ পরিণতি ঠেকাতে নৈতিক ও পরিবেশগত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।













