ময়মনসিংহের ভালুকা থেকে প্রমা আক্তার নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা থেকে প্রমা আক্তার নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে ছোট মেয়েকে কোচিং থেকে বাড়ি ফিরিয়ে এনে ঘরের ভেতরে প্রমা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা। পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত প্রমা আক্তার উপজেলার মেদিলা গ্রামের মজিবুর রহমানের মেয়ে। সে ভালুকা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
গেলরাতে গাজীপুরের শ্রীপুরে, তিন তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে নিখোঁজের আটদিন পর আব্দুর রহমান নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভবনের মালিক জানায়, কয়েকদিন ধরে তালাবদ্ধ থাকার পর সন্দেহ হলে ঢাকার ক্রাইম সিন ইউনিট ও গাজীপুর সিআইডি ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন আগে তৃতীয় স্ত্রী সামিরা তাকে হত্যা করেছে। এদিকে, ঘটনার পর থেকেই ওই স্ত্রী পলাতক রয়েছে।