মন্ত্রীর গানম্যানের গুলিতে এক যুবক নিহত

- আপডেট সময় : ০২:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় মন্ত্রীর গানম্যানের দায়িত্বে থাকা এএসআই’র গুলিতে এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো একজন। ঘটনার পর থেকে পুলিশের ওই এএসআই পলাতক রয়েছেন।
কিশোর কুমার নামের ওই এএসআই বর্তমানে একজন মন্ত্রীর গানম্যানের দায়িত্বে রয়েছেন। নিহত যুবক মোহাম্মদ শহীদ কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের বাসিন্দা। সে টাঙ্গাইলের মির্জাপুরের আইজগানা গ্রামের সবুরউদ্দিনের ছেলে। অপর গুলিবিদ্ধ মোহাম্মদ মঈনউদ্দিনও একই এলাকার। পুলিশ জানায়, কিশোর কুমার, শহীদ ও মঈন পরস্পরের বন্ধু। গতরাতে কুতুবদিয়া এলাকার একটি পতিত জমিতে তারা আড্ডা দিচ্ছিলেন। পুলিশের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোর তার কাছে থাকা পিস্তল দিয়ে শহীদ ও মঈনকে গুলি করে। এতে শহীদের বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মঈনের পেটে গুলিবিদ্ধ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।