মন্ত্রিপরিষদের তিনটি সুপারিশ কেন বেআইনি হবে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৭৫১ বার পড়া হয়েছে
নবম ওয়েজ বোর্ডের গেজেটে থাকা মন্ত্রিপরিষদের তিনটি সুপারিশ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডসহ পরবর্তী সব ওয়েজ বোর্ডের আওতায় আনার নির্দেশ কেন দেয়া হবে না, তাও জানতে চেয়েছে উচ্চ আদালত।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। মন্ত্রিসভার সুপারিশ– গেজেটে থাকা অন্য সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বৃহস্পতিবার রিটটি করেন। রিটকারির আইনজীবী জানান, শ্রম বিধিমালায় গণমাধ্যমের ব্যাখ্যায় ইলেকট্রনিক মিডিয়াও আছে। তাই তাদের ওয়েজ বোর্ডের আওতায় আনার নির্দেশনাও চাওয়া হয় রিটে।