মনির হোসেনের বিরুদ্ধে ২৬টি মামলার ব্যাখ্যা দিয়েছে কেডিএস গ্রুপ

- আপডেট সময় : ০৬:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কেওয়াই স্টীলের সাবেক কর্মকর্তা মনির হোসেনের বিরুদ্ধে এক বছরে ২৬টি মামলার দেয়ার ব্যাখ্যা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান- কেডিএস গ্রুপ। প্রতিটি মামলার পক্ষে ডকুমেন্ট আছে বলেও দাবি করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন কেডিএস গ্রুপের লিগ্যাল এডভাইজার আহসানুল হক হেনা। তার দাবি– ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেওয়াই স্টীলের নির্বাহী পরিচালক থাকার সময় কেনাকাটাসহ অর্থনৈতিক নানা কর্মকাণ্ডে অনিয়ম-দুর্নীতি করে ৬শ’ কোটি টাকারও বেশী হাতিয়ে নেন মনির হোসেন। একপর্যায়ে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তিনি। পরে দুর্নীতির বিষয়ে জানাজানি হলে কোম্পানীর পক্ষ থেকে একের পর এক মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১৭টি মামলার ওপর মনির হোসেনের চাওয়া স্থগিতাদেশও আদালত বাতিল করে দিয়েছে। তবে ১০ বছরেরও বেশি সময় ধরে চলমান এতবড় দুর্নীতির বিষয়টি প্রাতিষ্ঠানিক অডিটে ধরা পড়েনি কেন– সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান কেডিএস গ্রুপের আইনজীবী। সংবাদ সম্মেলনে কেডিএস গ্রুপের সিওও জাবির হোসেন উপস্থিত ছিলেন।