মধ্যরাতে শেষ হচ্ছে নাসিক নির্বাচনের প্রচারণা

- আপডেট সময় : ০৬:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচার-প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় সভা-সমাবেশ করে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন মেয়র প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। স্বাস্থ্যবিধির না মানলেও রয়েছে মেয়র প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ।
আর একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। শেষ মুহূর্তে জোরালোভাবে প্রচারণায় নেমেছে মেয়র প্রার্থীরা। স্লোগানে স্লোগানে মুখর নগরী।
শুক্রবার নিজ এলাকার মসজিদ জুমার নামাজ শেষে প্রচারণা শুরু করেন তৈমুর আলম খন্দকার। এসময় তিনি বলেন, নির্বাচনী বিধি লংঘন করে প্রচারণা চালাচ্ছে সরকারি দলের প্রার্থী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক নারায়ণগঞ্জ প্রশাসনের সাথে বৈঠক করেছে নির্বাচনকে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেন তিনি।
এদিকে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে দুইনাম্বার গেটের রাস্তা বন্ধ করে কেন্দ্রীয় নেতাদের নিয়ে জনসভা করেন আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার ডা:সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি জয়ের আশা ব্যক্ত করে বলেন, বিজয়ী হলে নারায়ণগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
এর আগে সকালে পাল্টাপাল্টি অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন এই দুই হেভিওয়েট মেয়র প্রার্থী।