মধ্যরাতে যশোরে বিএনপির ৪ নেতার বাসায় হামলা

- আপডেট সময় : ০৬:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
যশোরে বিএনপির ৪ নেতার বাসায় হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে ঘোপ, উপশহর ও ধর্মতলা এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি।
জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবুর অভিযোগ, রাতে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, সাবেরুল হক সাবু, জেলা বিএনপির নেতা মিজানুর রহমান খান ও দেলোয়ার হোসেন খোকনের বাড়িতে এই হামলা হয়।
প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। এসময় তাদের বাড়ির গেট, দরজা জানালা এবং গ্লাসও ভাঙচুর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে ক্যামেরার সামনে কথা বলতে চায়নি তারা।
দ্রব্যমূল্য বৃদ্ধি ও নির্যাতনের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ
জ্বালানী তেলের মুল্য, পরিবহন ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিংসহ ও বিএনপি নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি।
সকালে ঝিনাইদহের হরিণাকুন্ডু শহরে বিক্ষোভ কর্মসূচি করে উপজেলা ও পৌর বিএনপি। এসময় উপজেলার বেল্টু মোড় থেকে দলটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বিএনপি নেতাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।
দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে কুড়িগ্রাম চিলমারী উপজেলা বিএনপি। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল বারী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিরীনসহ স্থানীয় নেতারা।
দুপুরে সাভার পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ সমাবেশ হয়। সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসোন বিল্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন।এসময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।