মধুমতি নদীতে নিখোঁজের ৩৮ ঘন্টা পর পুলিশ কনষ্টেবল আবু মুসা রেজওয়ানের মরদেহ উদ্ধার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
 - / ১৭৬৫ বার পড়া হয়েছে
 
নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে নিখোঁজের ৩৮ ঘন্টা পর পুলিশ কনষ্টেবল আবু মুসা রেজওয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে কালনা ঘাট এলাকার দক্ষিণে মঙ্গলহাটা এলাকায় নদীতে তার মরদেহটি ভেসে উঠলে মরদেহটি উদ্ধার করা হয়। গেল শুক্রবার সন্ধ্যায় কালনা ফেরীঘাটে নির্মানাধীন সেতুর পিলারের সাথে ট্রলারের ধাক্কা লাগলে তিনি ছিটকে তার ৭ মাসের শিশুসহ পানিতে পড়ে যায়। তবে তার শিশুপুত্র আনাসের মৃতদেহ এখনও পাওয়া যায়নি। পুলিশ কনষ্টেবল আবু মুসা লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের বাসিন্দা। তিনি পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।
																			
																		














