মতলববাজ রাজনীতিবিদরা নানা ফর্মূলায় নির্বাচনকে বাধাগ্রস্ত করছেন: অবসরপ্রাপ্ত মেজর হাফিজ

- আপডেট সময় : ০৩:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
মতলববাজ রাজনীতিবিদরা নানা ফর্মূলায় নির্বাচনকে বাধাগ্রস্ত করছেন। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তরিক হতে পারছে না অন্তর্বর্তী সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেছেন, সুবিধাবাদী এলিট ও আমলা চক্রটি স্বচ্ছ জবাবদিহিমূলক গণতন্ত্র চায় না। রাষ্ট্র পরিচালনার এমন ধারা থেকে বের হতে মৌলিক কিছু সংস্কার জরুরী। জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান পরবর্তী আশা-আকাঙ্খার পূর্ণতা নিয়ে এসএটিভিকে এসব কথা বলেন তারা।
গেল জুলাই ও আগস্টে ফ্যাসিস্ট হটানোর আন্দোলনে ফুঁসে উঠেছিল ছাত্র জনতা। রাজনৈতিক অঙ্গন, সামাজিক মাধ্যম আর নাগরিক সমাজে হয়েছিল ন্যায্যতার পক্ষের বিস্ফোরণ। কিন্তু দোসর কেন্দ্রিক শাসন ব্যবস্থার খুব বেশি কিছু কি পরিবর্তন হয়েছে? এমন প্রশ্ন উঠেছে গণঅভ্যুত্থানের এক বছরের দ্বরাপ্রান্তে এসে। নাগরিকদের কাছে জিজ্ঞাসা ছিল নতুন বাংলাদেশের আকাঙ্খা আসলে কতটা পূরণ হলো।
মানুষের মধ্যে আমুল পরিবর্তন ও সংস্কারের বিপুল প্রত্যাশা। কিন্তু সেগুলো এখনো থমকে আছে আলোচনার টেবিলেই। সন্তুষ্টির জায়গাই এখনো নিয়ে যেতে পারেনি অন্তর্বর্তী সরকার। উল্টো গণঅভ্যুত্থানে সফলতা রুখে দেওয়ার নানা খেলা খেলছে মতলববাজরা। এমনটাই জানিয়েছেন দেশের প্রবীণ রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে আন্দোলন হলেও প্রত্যাশা পূরণে অনেক ঘাটতি দেখছেন ছাত্র সংগ্রামে নেতৃত্ব দেয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। তবে সরকারের অগ্রগতি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর আচরণে এখন পর্যন্ত হতাশ নন তিনি।
আগাম নির্বাচনের সম্ভাবনা, অর্থনৈতিক চাপ এবং নাগরিক অধিকারের প্রশ্ন সামনে রেখে ভবিষ্যতে নতুন করে আন্দোলনের ঢেউয়ের শঙ্কা প্রকাশ করেন তারা। তাই ভুলগুলো কাটিয়ে ঐক্য, নেতৃত্ব ও জনসম্পৃক্ততার জায়গায় পরিবর্তন আনতে একমত তারা।
জুলাই-আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হলে দীর্ঘস্থায়ী ক্ষোভের তুষের আগুন আবারও জ্বলতে পারে। সময়ই বলে দেবে, সেই আগ্নিশিখা কখন আবার বিস্ফোরিত হবে, তাই সবাইকে ফ্যাসিস্ট নির্মূলের ঐক্য ধরে রাখার আহ্বান।