মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি, অন্ধকারে সেতু এলাকা

- আপডেট সময় : ১২:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের পরই সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি ঘটনা ঘটেছে। এতে অন্ধকারে রয়েছে সেতু এলাকা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী।
গাইবান্ধার বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের মাত্র একদিন পরই ঘটলো চাঞ্চল্যকর চুরির ঘটনা। সেতুর ল্যাম্পপোস্টে মাটির নিচে সংযোগ দেয়া প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক কেবল চুরি হয়েছে। বৃহস্পতিবার কেবল চুরির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। উদ্বোধনের পরপরই এমন ঘটনা কর্তৃপক্ষের অবহেলার ফল বলে দাবি দর্শণার্থীদের।
উদ্বোধনের দিন থেকেই লাইট না জ্বালায় দর্শনার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়। এতে ভুতুড়ে পরিবেশে দুর্ভোগ পোহাতে হচ্ছে দেখতে আশা হাজারো মানুষ ও স্থানীয়দের। সেতুটি নিরাপদ রাখতে নিরাপত্তা জোরদারের দাবি তাদের।
এদিকে, তার চুরির কারনেই বিদ্যুৎ সংযোগ ছিল না পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান এলজিইডির এ শীর্ষ কর্মকর্তা ।
এর আগে গেল বুধবার অন্তরবর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ৯২৫ কোটি টাকা ব্যয়ে মাওলানা ভাসানী সেতুটি উদ্বোধন করেন।