ভয়াবহ দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে খুলনার ময়ূর নদী

- আপডেট সময় : ০৫:৫৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ভয়াবহ দূষণের কবলে অস্তিত্ব সংকটে পড়েছে খুলনার ময়ূর নদী। ড্রেনের বিষাক্ত পানি,বর্জ্য আর দখলে চলে গেছে এই নদীটি, অবিলম্বে নদী উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে মৃত্যুমুখে পতিত হবে এককালের এই খরস্রোতা নদীটি। আর এর জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয়হীনতা দায়ী করছেন পরিবেশবিদরা। খুলনা সিটি করপোরেশন বলছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে নগরীর ড্রেনের পানি ও বর্জ্য পরিশোধন করার ব্যাপারে কাজ করছেন তারা।
২০টি ড্রেনের বেশি বর্জ্য মিশ্রিত নোংরা পানি সরাসরি গিয়ে পড়ছে খুলনা মহানগরী সংলগ্ন ময়ূর নদীতে। এছাড়াও গল্লামারী বাজার ও আশপাশের ময়লা-আবর্জনা অবাধে ফেলা হচ্ছে নদীটিতে। তাই এ নদীর পানির রঙ গেছে বদলে। দুর্গন্ধে টেকা দায়। ময়লা-আবর্জনা ও পলির স্তূপে নাব্য হারিয়েছে নদী।
১২ কিলোমিটার দীর্ঘ ময়ূর নদীর সঙ্গে যখন রূপসা নদীর সংযোগ ছিল। সে সময় স্লুইস গেটের মাধ্যমে জোয়ার-ভাটা নিয়ন্ত্রিত হতো। এখন স্লুইস গেট বন্ধ থাকায় নদীর অপমৃত্যু হয়েছে অভিযোগ এলাকাবাসীর।
মৃতপ্রায় ময়ূর নদীর জন্য অযত্ন-অবহেলা দায়ী, আছে সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়হীনতা, বলছেন পরিবেশবিদরা।
দিন দিন কমছ ময়ুর নদীর পানির অক্সিজেন স্বাভাবিক মাত্রা। ফলে জলজপ্রাণী ঝুঁকির মুখে পড়ছে।
পরিকল্পনার অভাবে নগরীর জলাবদ্ধতা নিরসনে ময়ুর নদী কোন কাজে আসছে না বলে মত বিশেষজ্ঞদের।