ভয়াবহ গ্যাস সংকটে নাকাল চট্টগ্রাম

- আপডেট সময় : ০১:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১৬১৯ বার পড়া হয়েছে
তিনদিন ধরে ভয়াবহ গ্যাস সংকটে নাকাল বন্দর নগরী চট্টগ্রাম। ঘুর্ণিঝড় মোখার কারনে মহেশখালীর একটি টার্মিনাল সরিয়ে নেয়ায় এই অস্থার সৃষ্টি হয়েছে। তবে আজকে রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্নফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী।
ঘুর্ণিঝড় মোখার কারনে গত ১২ মে রাত ১১ টা থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েছে নগরবাসী। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সকাল থেকে কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর সামনে মানববন্ধন শুরু করে বিভিন্ন সংগঠনের কর্মীরা। কেজিডিসিএল জানায়, মুলত আমদানী করা তরল গ্যাস এলএনজি দিয়েই চট্টগ্রামের গ্যাসের চাহিদা মেটানো হয়। ঝড়ের কারণে একটি টার্মিনাল গভির সাগরে সরিয়ে নেয়ায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়। তবে অন্য একটি টার্মিনাল সকাল থেকে সচল করা হয়েছে। এতে আবাসিকে গ্যাসের সরবরাহ শুরু করা হয়েছে। সন্ধ্যার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ও পাওয়ার গ্রীডেও সরবরাহ শুরু করা হবে।