ভয়কে জয় করে ভোট কেন্দ্রে আসুনঃ বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন

- আপডেট সময় : ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে উন্নয়নের পক্ষে রায় দেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। আর ভোটের দিন ভয়কে জয় করে নেতাকর্মী ও ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়েছেন বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন।
চতুর্থ দিনের প্রচারণায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে এসব কথা বলেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সকাল ১০ টায় নগরীর পাহাড়তলী এলাকা থেকে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করে বিএনপির মনোনীত মেয়র প্রর্থী ডাক্তার শাহাদাত হোসেন। নির্বাচিত হতে পারলে চট্টগ্রামকে নিরাপদ, সাম্য ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া দুপুরে উত্তর কাট্টলী এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামীলীগের মেয়র প্রর্থী এম রেজাউল করিম চৌধুরী। এসময় উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট চান তিনি। এছাড়া প্রচারণায় সিনিয়র নেতাদের অংশ না নেয়ারও ব্যাখ্যা দেন তিনি।