ভোলা-২ আসনের নির্বাচন নিয়ে প্রার্থীদের তৎপরতা নেই
- আপডেট সময় : ০৫:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৬৩২ বার পড়া হয়েছে
ভোলা-২ আসন বোরহান উদ্দিন-দৌলতখানে জাতীয় সংসদ নির্বাচনের তেমন কোন তৎপরতা নেই প্রার্থীদের। ধানের শীষের প্রার্থী মাঠে থাকলেও জোটগত সিদ্ধান্তের অভাবে ১০ দলের জোটপ্রার্থী এলডিপিসহ অন্যান্য দলের মনোনীত প্রার্থীরা মাঠে নেই। তবে ভোটারদের রয়েছে নানা প্রত্যাশা।
জেলার দৌলতখান ও বোরহান উদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা- ২ আসন। দুই উপজেলার অধিকাংশ মানুষই পেশায় মৎস্যজীবী। ঝড়,জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গণ আর প্রাকৃতিক দূর্যোগ এখানকার মানুষের নিত্যসঙ্গী।
এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন দলের ৭ জন প্রার্থী মনোনয়নত্র দাখিল করেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আঁচরণ বিধি মেনে কাজ করছেন তারা। অপর দিকে প্রতিপক্ষ দলের অনেকেই জোটের সিদ্ধান্ত নেই এখনো, তাই মাঠে নেই প্রার্থীরাও।
বিএনপি মনোনীত প্রার্থী বলছেন তিনি এর আগেও নদী ভাঙ্গন রোধ কাজ করেছেন। এবার বিজয়ী হলে নদী ভাঙ্গন রোধসহ গৃহস্থালি গ্যাস ও কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান ব্যবস্থার উদ্যোগ নিবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন, নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে মাঠে।
ভোলা ২ আসনে মোট ভোটার সংখা ৩ লাখ ৯৫ হাজার ৫ শত ৪৫। পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৪ শত ৬৮জন। নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৭৬ জন। তৃতীয় লিঙ্গের ১ জন।

















