ভোলা সরকারি বালিকা শিশু পরিবারে জনবল সংকট

- আপডেট সময় : ১২:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
জনবল সংকটে বছরের পর বছর মুখ থুবড়ে পড়ে আছে এতিমদের আশ্রয়স্থল ভোলা সরকারি বালিকা শিশু পরিবার। এখানের এতিমদের দেখাশোনার জন্য চিকিৎসক, নার্স, আয়া, নৈশ প্রহরীসহ বিভিন্ন পদ থাকলেও নেই কেউ । ৬১ জন নিবাসীর জন্য ১৯জন স্টাফ এর জায়গায় রয়েছে মাত্র ২জন। ১৭টি পদই শুন্য । জেলা সমাজসেবা কর্মকর্তা বলছেন, প্রয়োজনীয় লোকবল নিয়োগের জন্য উর্ধতন কতৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।
স্বাধীনতার পরের বছরই ১৯৭২ সালে এতিম অসহায় শিশুদের বেঁচে থাকার অবলম্বন হিসেবে ভোলার চরনোয়াবাদে স্থাপন করা হয় সরকারি বালিকা শিশু পরিবার। এটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পুরো জেলার এতিম বালিকাদের অধিকাংশেরই ঠাঁই হয়েছে এখানে। সাড়ে চার একর জমির উপর অবস্থিত কমপ্লেক্সটির পাঁচতলা ভবনটিতে ১০০জন নিবাসী থাকার ব্যবস্থা থাকলেও রয়েছে ৬১জন। তাদের দেখাশোনার জন্য রয়েছেন মাত্র ২জন স্টাফ। পদ শুন্য রয়েছে ১৭টি। এতে বিপাকে পড়েছেন বসবাসকারী শিশুরা। থাকা খাওয়া, পড়াশোনার বিঘ্নসহ নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে তারা।
সমাজসেবার দায়িত্বরতরা জানান, উপতত্ত্বাবধায়ক, অফিস সহকারি, কারিগরি প্রশিক্ষক,আয়া , কম্পাউন্ডার, নার্স, সহকারি শিক্ষক, অফিস সহায়ক, বাবুর্চি, চিকিৎসক এর পদ গুলো বছরের পর বছর শূন্য। এতে করে স্বাভাবিক কার্যক্রমে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির।
জেলা সমাজসেবা কর্মকর্তা জানান, সীমিত জনবল দিয়ে বালিকা পরিবারটি চলছে। প্রয়োজনীয় লোকবল নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।
অসহায় অবহেলিত এসব শিশুদের শিক্ষা, চিকিৎসা ও স্বাচ্ছন্দ্যে জীবন যাপনের ব্যবস্থা করাসহ নাগরিক অধিকার নিশ্চিত করে অতিদ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের ।