ভোলার ভেদুরিয়ায় দফায় দফায় সংঘর্ষে ২০ জন আহত

- আপডেট সময় : ০৫:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলার ভেদুরিয়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। ১২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন সমর্থকদের নিয়ে ইউনিয়নের হেতনারহাট এলাকায় নির্বাচনী প্রচারনায় যান। এসময় ওই স্থানে নৌকা প্রতীকের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। পরে, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ধাওয়া-পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ চলে প্রায় ঘন্টাখানেক। দুই পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। উভয় পক্ষের ২০ জন আহত হয়। ১২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ৩ জনকে আটক করা হয়। এছাড়া, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে।