ভোলায় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে ভাগ্য বদলাবে জেলেদের

- আপডেট সময় : ০১:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ভোলায় জেলেদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মৎস্য অবতরণ কেন্দ্র। এতে যেমন জেলেরা মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ও বিপণন করতে আধুনিক সুবিধা পাবেন তেমনি মাছ ধরা ও বেচাকেনার কাজে জড়িতদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। স্বচ্ছলতা আসবে ভোলার অর্থনীতিতেও। জেলেরা বলছেন, তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে।
মেঘনা, তেতুলিয়া ও সাগর বেষ্টিত ভোলা জেলায় প্রায় ২ লাখ জেলেসহ আরো লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছ ধরা ও বেচাকেনার সাথে সম্পৃক্ত। এখানকার মাছ স্থানীয়দের চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় মাছের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মৎস্য উৎপাদনের গুরুত্বপূর্ণ এ এলাকায় মাছ প্রক্রিয়াজাতে আধুনিক সুবিধা না থাকায় দীর্ঘদিন যাবৎ মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি ছিলো এ অঞ্চলের জেলেদের। অবশেষে ৭ কোটি টাকা ব্যয়ে সদরের মেঘনার তীরে নির্মাণ হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র।
১৭ শতাংশ জমির উপর নির্মিত আধুনিক এ মৎস্য অবতরণ কেন্দ্রে একসাথে ৩৬ জন জেলে মাছ নামানো ও বিক্রি করার সুযোগ পাবে। এখানে থাকবে অকশন শেড, প্যাকিং শেড, ইন্সপেকশন রুম, অফিস, আড়ৎ ঘর, আবাসিক ভবন, আইসপ্ল্যান্ট ভবন, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবসহ অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা।
আধুনিক এ মৎস্য অবতরণ কেন্দ্রটির কাজ সম্পন্ন হলে উপকূলীয় জেলার মৎস্যজীবীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।
চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটির নির্মাণ কাজ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।