ভোররাত থেকেই জমজমাট হাট: প্রতিদিন কোটি টাকার লিচু বিক্রি

- আপডেট সময় : ০৩:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লিচুর হাট খ্যাত আউলিয়া বাজার। প্রতিদিন ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাটটি লিচু চাষি, ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম থাকে। আশেপাশের গ্রামের বাগানিরা ভোর রাতেই লিচু নিয়ে বাজারে হাজির হন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৪৪০ হেক্টর জমি থেকে প্রায় ২৫ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে।
ভয়েজওভার : পুবের আকাশে তখনও ফোটেনি আলো। ভোররাত থেকেই জমজমাট হয়ে উঠে বিজয়নগরের লিচুর হাট খ্যাত আউলিয়া বাজার। কেউ লিচু নিয়ে আসছে টুকরিতে করে, কেউ রিকশায়, কেউ ভ্যানে। আউলিয়া বাজারে পাটনাই, বোম্বাই, চায়না থ্রি, চায়না-টু ও এলাচি জাতের লিচু পাওয়া যায়। পাটনাই জাতের প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে দেড় থেকে আড়াই হাজার টাকায় আর বোম্বাই লিচু বিক্রি হচ্ছে ২ থেকে ৪ হাজার টাকায়। লিচুর মৌসুমজুড়ে মাসব্যাপী প্রতিদিন লিচু বিক্রি করছেন বাগানি ও চাষিরা। এবার আবহাওয়া প্রতিকূল থাকায় ফলন কিছুটা কম হলেও বাজারে লিচুর চাহিদা রয়েছে। ফলন কম হলেও ভালো দাম পাচ্ছেন চাষিরা।
এখানকার লিচু সুস্বাদু হওয়ায় দূরদূরান্ত থেকে পাইকাররা ছুটে আসেন। ব্রাহ্মণবাড়িয়ার বাইরেও কুমিল্লা, নরসিংদী, ভৈরব, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, ফেনী ও রাজধানী ঢাকার ব্যবসায়ীরা এখান থেকে লিচু কিনে নিয়ে যান।