ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আর আওয়ামী লীগ মেয়রপ্রার্থী আইভী

- আপডেট সময় : ১২:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোট দিয়েছেন আওয়ামী লীগ মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
সকালে নির্বাচনের শুরুতেই ভোট দিয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার দাবি করেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে। একইসঙ্গে তিনি অভিযোগ জানান, কয়েকটি কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। এদিকে, ভোট দেওয়ার আগে বাবা আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করেন ডা. সেলিনা হায়াত আইভী। বেলা সাড়ে দশটা নাগাদ তিনি ভোট দেন দেওভোগের শিশুবাগ স্কুলে। নিজের ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু নির্বাচনে জনগণ তাকেই বিজয়ী করবেন। তিনিও অভিযোগ জানান, ইভিএম জটিলতায় কয়েকটি কেন্দ্রে ধীরগতিতে কাস্টিং চলছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত গোলযোগের কোন খবর পাওয়া যায়নি।