ভোট চোরদের আর ভোট পাহারা দেয়ার দায়িত্ব দেয়া হবে না : আমীর খসরু

- আপডেট সময় : ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১৯৯৮ বার পড়া হয়েছে
ভোট চোরদের আর ভোট পাহারা দেয়ার দায়িত্ব দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য ড. মঈন খান বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে, আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না।
আর শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ ১৯৭১-এর মতো শান্তি কমিটি গঠন করেছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেসক্লাবের ভেতরে ও বাইরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশের নাগরিক অধিকার আন্দোলন।
এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ১২ বছরের গুম-খুন-দুর্নীতির মামলা হলে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না।
একই দাবিতে জাতীয় পেশাজীবী সম্মিলিত পরিষদের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের সব সমস্যার সমাধান এই সরকারের পতন।
প্রেসক্লাবের অভ্যন্তরে অন্তরে মম শহীদ জিয়া’ আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, আওয়ামী লীগ দেশব্যাপী যে নৈরাজ্য সৃষ্টি করেছে, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হলে তার জবাব তারা পাবে।
সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য সংবিধান–তাই জাতীয় স্বার্থে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার দাবি জানান ডঃ মঈন খান।