ভোট চুরির টাকা উঠাতে বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার

- আপডেট সময় : ০৪:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ১৮৩৮ বার পড়া হয়েছে
লুটপাট ও চুরির টাকা উসুল করতেই বিদ্যুতের দাম বৃদ্ধি করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান।
সকালে রাজধানীর মিরপুরে নিত্যপণ্যের লাগামহীন মূল্যস্ফীতি, বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বিদ্যুতের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। মিছিলটি মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। পরে মাহফুজুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনদুর্ভোগের জন্য তাদের কোন দায়বদ্ধতা নেই। তারা পরিকল্পিতভাবে জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। পবিত্র মাহে রমজানে বিশ্বের বিভিন্ন দেশে দ্রব্যমূল্য কমানো হলেও রমজান আসার আগেই দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।