ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে : সিইসি
- আপডেট সময় : ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গুলশানে কূটনীতিকিদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে কূটনীতিকরা সর্বোচ্চ আস্থাশীল। এসময় কূটনীতকরা নির্বাচন ও গণভোট নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানান।
নির্বাচন এবং গণভোট নিয়ে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ভোটারদের নিরাপত্তাসহ নানা বিষয় কূটনীতিকদের সামনে তুলে ধরেন সিইসি। বৈঠক শেষে তিনি জানান, সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন।
সিইসি বলেন, আলোচনা সন্তোষজনক হয়েছে।কূটনীতিকরা খুশি। তারা আস্থাশীল।
এসময় ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টেফান লিলার নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা ব্যাক্ত করেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ এবং নির্বাচনের স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নানা জরুরি বিষয়ে কূটনীতিকদের সঙ্গে এই মুহুর্তের বৈঠককে নির্বাচনের ইতিবাচক অগ্রগতি হিসেবেও দেখছেন তারা।

















