ভোটাধিকার প্রয়োগে বাঁধা দিলে প্রতিবাদী হওয়ার পরামর্শ সিইসির

- আপডেট সময় : ০৫:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল। ভোট প্রয়োগে বাধা দিলে ভোটারদের প্রতিবাদী হওয়ারও পরামর্শ দেন তিনি। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্ধোধন করেন নির্বাচন কমিশনার। প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে চলবে এ কর্মসূচি। বন্যার কারণে সিলেটের কানাইঘাট উপজেলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শুক্রবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যক্রমের-উদ্বোধন শেষে সিইসি বলেন, নির্বাচনে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে খুব শিগরই আলোচনার আহ্বান জানানো হবে।
নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেছেন, ইভিএম নিয়ে কিছু রাজনৈতিক দল আপত্তি করছে। আপত্তি যুক্তিসংগত হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নেবে বলে জানান তিনি। মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
খুলনা জেলা শিল্পকলা একাডেমীতে ৪ নতুন ভোটার নিবন্ধনের মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মো: আহসান হাবিব খান। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব কিছু করা হবে। সব দলের অংশ গ্রহণে সর্বোচ্চ চেষ্টার কথাও জানান তিনি।
বরিশালেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। প্রথম ধাপে বরিশাল সিটি করপোরেশন, বরিশাল সদর, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ৪টি ধাপে ভোটার তালিকা হালনাগাদ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন।