ভোজ্যতেল ব্যবসায়ীদের বিশ্বাস করা সরকারের ভুল ছিল, তারা কথা রাখেনি : বাণিজ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৮:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ব্যবসায়ীদের বিশ্বাস করা সরকারের ভুল ছিল। সয়াবিন তেল নিয়ে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা কারসাজি করেছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে ব্যবসায়ী ও মিলারসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি। বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকটের কারণ খুঁজে বের করেছেন বলেও দাবি করেন তিনি।
বাংলাদেশে ভোজ্যতেলের সর্বোচ্চ দাম বাড়ে গত ৪ দিন আগে। বাড়তি দামেও বাজারে মিলছে না তেল। এমন পরিস্থিতিতে সোমবার সচিবালয়ে ব্যবসায়ী ও মিলারসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৈঠকশেষে মন্ত্রী জানান, তেল নিয়ে কারসাজিতে জড়িতদের ডিলারশিপ বাতিল করতে মিল মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।
অসাধু ডিলার ও খুচরা ব্যবসায়ীরা তেল মজুত করায় বাজারে সংকট তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
তিনি জানান, আগামী জুন থেকে এক কোটি পরিবারকে ১১০ টাকা লিটার দরে টিসিবির মাধ্যমে ভোজ্যতেল দেয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিল আমদানীকারক সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, টিকে গ্রুপের পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।