ভোজ্যতেলের সংকট কমাতে সারাদেশে আইনশৃংখলা বাহিনীর অভিযান

- আপডেট সময় : ০৯:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ভোজ্যতেলের সংকট ঠেকাতে জেলায় জেলায় চলছে অভিযান। হাজার হাজার লিটার সয়াবিন ও পাম তেল জব্দ করছে আইনশৃংখলা বাহিনী। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম, গাজীপুর, সিরাজগঞ্জ, নেত্রকোণা, কুমিল্লা, সাতক্ষীরা ও ঝালকাঠিসহ সারাদেশে অভিযান চালিয়ে ৬ হাজার ৪৫০ লিটার তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানা করা হয় ৩ লাখ ৮৩ হাজার টাকা।
গুদামে তেল রেখে বিক্রি বন্ধ এবং বেশী দাম রাখার দায়ে চট্টগ্রামে দুই দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বর্ধিত মূল্যে বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বিনিময় স্টোরের গুদামে সয়াবিন থাকলেও বিক্রি না করায় জরিমানা করা হয় ৩০ হাজার টাকা।
গাজীপুরের জয়দেবপুরবাজারে দামের স্টিকার ফেলে দিয়ে বোতলজাত তেল বিক্রির দায়ে এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেসার্স ঝুমা ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পরে জব্দকৃত ৫০০ লিটার বোতলজাত সয়াবিন তেল ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
সিরাজগঞ্জের বেলকুচিতে সয়াবিন তেল মজুদ, উচ্চ মূল্য নেয়া, সয়াবিনের সাথে অন্য পণ্য ক্রয় করতে বাধ্যের অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা হয় ৫০ হাজার টাকা। এ সময় মজুদকৃত প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল নায্যমুল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।
নেত্রকোণার কলমাকান্দায় বিভিন্ন ব্যান্ডের ৩ হাজার ৭শ’ লিটার সয়াবিন তেল আটক করেছে পুলিশ।
কুমিল্লা অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি বন্ধ ছাড়াও নানা অভিযোগে ৫টি দোকানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাতক্ষীরার সাকার মোড়ের একটি ডিপার্টমেন্টাল স্টোর ও সুলতানপুর বড়বাজারে অভিযান চালিয়ে ৭শ’ ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। জরিমানা করা হয় ১ লাখ টাকা।
পুরাতন দাম টেম্পারিং করায় ঝালকঠির নলছিটিতে দুই অসাধু তেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।